সর্বশেষ

জাতীয়

দ্বিতীয় দফায় রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ জুন, ২০২৫ ৭:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বিভিন্ন খাতে কাঙ্ক্ষিত সংস্কার আনতে জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্য ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

এই পর্যায়ে মূলত প্রথম দফার আলোচনায় যেসব সংস্কার প্রস্তাবে একমত হওয়া যায়নি, সেগুলো নতুনভাবে আলোচনার টেবিলে তোলা হয়েছে।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, গণসংহতি আন্দোলন এবং গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দল অংশ নেয়।

দ্বিতীয় ধাপের প্রথম পাঁচ দিনের আলোচনায় মোট ৯টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হলেও, বাকি অধিকাংশ ইস্যুতে এখনো মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়নি।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় মোট ২০টি বিষয়ে আলোচনা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে আলোচনার প্রয়োজনে নতুন ইস্যু অন্তর্ভুক্ত করার কথাও বিবেচনায় রাখা হয়েছে।

কমিশন আশা করছে, চলমান আলোচনার ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় ঐকমত্যের সনদ চূড়ান্ত করা সম্ভব হবে।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন