সর্বশেষ

জাতীয়খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আবার পিছিয়েছে; নতুন সম্ভাব্য তারিখ ৯ ডিসেম্বর
রাজধানীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ: একই পরিবারের ৬ জন দগ্ধ
আজ ৬ ডিসেম্বর: স্বৈরশাসন পতনের ঐতিহাসিক দিন স্মরণে বিভিন্ন কর্মসূচি
ঢাকায় তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রিতে, আবহাওয়া থাকবে শুষ্ক : আবহাওয়া অফিস
সারাদেশআজ মেহেরপুর মুক্ত দিবস
পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১১ ডিগ্রি, শীতের দাপটে স্থবির জনজীবন
আন্তর্জাতিকপাকিস্তান–আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়া বাদ, সিদ্ধান্ত কার্যকর
খেলা২০২৬ বিশ্বকাপের ড্র: সহজ গ্রুপে আর্জেন্টিনা–ব্রাজিল
রাজনীতি

ঐকমত্য সংলাপে হট্টগোল, বের হয়ে যান সিপিবি-গণফোরাম-এলডিপির নেতারা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ জুন, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে বুধবার ঘটে গেল নাটকীয় হট্টগোলের ঘটনা। বক্তব্য দিতে না দেওয়ার অভিযোগ তুলে সংলাপ বয়কট করে বেরিয়ে যান সিপিবি, গণফোরাম ও বাংলাদেশ এলডিপির নেতারা।

যদিও পরে কমিশনের সদস্যদের হস্তক্ষেপে তারা ফের আলোচনায় যোগ দেন।

ঘটনাটি ঘটে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে আয়োজিত দ্বিতীয় দফার সংলাপের তৃতীয় দিনে। এদিন সংলাপে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় গণফ্রন্ট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও সিপিবিসহ মোট ৩০টি রাজনৈতিক দল।

বিকেল পৌনে ৪টার দিকে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেন, “এখানে কিসের সংলাপ হচ্ছে, কার সঙ্গে সংলাপ করব? তারা যা ইচ্ছা তাই করছে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হওয়া পর্যন্ত আমরা সংলাপ বয়কট করছি।” একইভাবে সংলাপ থেকে বেরিয়ে যান সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

রুহিন হোসেন অভিযোগ করেন, “জামায়াতে ইসলামীর তিনজনকে বক্তব্যের সুযোগ দেওয়া হলেও আমাদের কাউকে দেওয়া হয়নি। এটা সংলাপে বৈষম্য।”

সংলাপটি শুরু হয় সকাল সাড়ে ১১টায় এবং দুপুর ২টা পর্যন্ত চলে। খাবারের বিরতির পর বেলা ৩টায় দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়। তবে ঠিক এক ঘণ্টা পর সিপিবি, গণফোরাম ও এলডিপির নেতারা বক্তব্যের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে সভাস্থল ত্যাগ করেন।

পরে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের উদ্যোগে সংলাপকারীদের ফিরিয়ে আনা হয়।

সংলাপে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুর মিয়া, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও মনির হায়দার।

উল্লেখ্য, এর আগের দিন (মঙ্গলবার) জামায়াতে ইসলামী সংলাপ বয়কট করলেও একদিন পর পুনরায় আলোচনায় অংশ নেয় দলটি।

৩৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন