সর্বশেষ

জাতীয়১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ ইসির
বিতর্কিত তিন নির্বাচন ছিল রাষ্ট্রীয় পরিকল্পনার ফল: তদন্ত কমিশন
ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
সারাদেশমানিকগঞ্জ হাসপাতালে নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ
দৌলতপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
মাদারীপুরের প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ প্রক্রিয়া শুরু
কক্সবাজারে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন, এলাকায় নিরাপত্তা শঙ্কা
ডিসেম্বরে রংপুরে বিজিবি'র অভিযানে সাড়ে ৭ কোটি টাকার মাদক ও পণ্য উদ্ধার
আন্তর্জাতিকইরানে সরকারবিরোধী আন্দোলনে সহিংসতা চরমে, নিহত ৫ শতাধিক
নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের, বিশ্বে তীব্র আলোচনা
খেলাবাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারতে হবে কি না, অনিশ্চয়তা কাটেনি
জাতীয়

ইরানে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় হয়েছে বাংলাদেশ সরকার।

দেশটিতে অবস্থান করা প্রায় দুই হাজার বাংলাদেশির মধ্যে রাজধানী তেহরানে থাকা চার শতাধিক ব্যক্তিকে কাছাকাছি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ জুন) মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এসব তথ্য জানান। তিনি বলেন, “আকাশপথ বন্ধ থাকায় ইরানে অবস্থানরত প্রবাসীদের দেশে ফিরিয়ে আনা বর্তমানে সম্ভব নয়।”

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তেহরানে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বাংলাদেশ থেকে টাকা পাঠানো যাচ্ছে না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সম্প্রতি ইরানে একটি রাষ্ট্রীয় রেডিও স্টেশনে হামলার সময় সেখানে উপস্থিত থাকা আটজন বাংলাদেশি নিরাপদ রয়েছেন বলেও নিশ্চিত করেন সচিব।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই যুদ্ধ চলতে থাকলে এর প্রভাব হতে পারে সুদূরপ্রসারী।” এ প্রেক্ষাপটে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

এদিকে, ইসরায়েল-ইরান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের দাবি, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তারা গত পাঁচ দিনে প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে ২৪ জন ইসরায়েলি নিহত হয়েছেন। পাল্টা জবাবে তেহরানে আক্রমণ চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, এ হামলায় তেহরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাণ হারিয়েছেন অন্তত ২৫০ জন ইরানি নাগরিক।

ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব সম্প্রতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর নিয়েও কথা বলেন। তিনি জানান, ঢাকার ব্রিটিশ হাইকমিশন ওই সফরকে ‘রাষ্ট্রীয় সফর’ হিসেবে অভিহিত করেছিল, যার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার আশা করেছিল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। তবে তা হয়নি।

রুহুল আলম সিদ্দিকী বলেন, “বৈঠক না হওয়ায় কিছুটা দায় আমাদেরও রয়েছে। তবুও আমাদের দৃষ্টিতে এ সফর সফল। এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই।”

২৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন