ইসলামী আন্দোলন বাংলাদেশের খাগড়াছড়ি আসনে প্রার্থী নির্ধারণে ভোটাভুটি

রবিবার, ১৫ জুন, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
"মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র" স্লোগানকে সামনে রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রার্থী নির্ধারণে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ জুন) সকালে খাগড়াছড়ি শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে এই ভোটের আয়োজন করা হয়।
প্রার্থী নির্বাচনে অংশ নেন তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা। দলীয় প্রক্রিয়া অনুযায়ী ভোটাভুটির মাধ্যমে প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আইনজীবী পরিষদের চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার, খাগড়াছড়ি জেলা কমিটির উপদেষ্টা মো. আবদুল জব্বার গাজী এবং যুবনেতা আশরাফুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে দেশের মানুষের সেবা করতে চাই। আমাদের লক্ষ্য একটি জুলুম, দুর্নীতি ও অন্যায়মুক্ত রাষ্ট্র গঠন।” তারা আরও বলেন, “প্রার্থী ঘোষণা করেই আমাদের কাজ শেষ নয়, বরং এটি একটি বৃহত্তর আন্দোলনের সূচনা। সবাইকে ঐক্যবদ্ধভাবে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে হবে।”
বক্তারা সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ববর্তী আন্দোলনের কথা তুলে ধরে জানান, আগামী দিনেও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জানান, ভোটাভুটির ভিত্তিতে প্রার্থী নির্ধারণ করা হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
২০৮ বার পড়া হয়েছে