নির্বাচন নিয়ে রাজনৈতিক মন্তব্য নয়: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

বুধবার, ২১ মে, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা দলীয় আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করতে চায় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, "আমরা রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং তা ভবিষ্যতেও করবে।"
বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতীয় রাজনৈতিক দল এনসিপির স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন আয়োজনের দাবির বিষয়ে জানতে চাইলে সানাউল্লাহ বলেন, "নির্বাচনের সিকোয়েন্স (ক্রম) নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের হাতে নেই। কোন নির্বাচন আগে হবে, কোনটা পরে হবে, সেটা সরকারের সিদ্ধান্ত। কমিশনের দায়িত্ব শুধু নির্বাচন আয়োজন করা।"
নির্বাচনী প্রচারণার জন্য পাইলট প্রকল্প বাস্তবায়নের বিষয়ে তিনি জানান, বিষয়টি নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। তবে চূড়ান্ত বাস্তবায়নের জন্য আরও কিছু সময় লাগবে।
প্রার্থিতা বাতিলের বিষয়ে কমিশনের সরাসরি ক্ষমতা আছে কি না—এই প্রশ্নে তিনি বলেন, "এই মুহূর্তে এত বিস্তারিত বলা সম্ভব নয়। এসব বিষয়ে বিধিমালা ও প্রবিধানের মাধ্যমে সিদ্ধান্ত আসবে।"
১২৪ বার পড়া হয়েছে