সর্বশেষ

জাতীয়দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের বৈঠক
শেখ হাসিনার দপ্তর ও গণভবনের খাবারের বিল বাকি আড়াই কোটি
বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের
সারাদেশ২১ বছর পর টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
শেরপুরে জামায়াত নেতার মৃত্যু: তিন দিন পর হত্যা মামলা দায়ের
আন্তর্জাতিকইরানে শাসন পরিবর্তনে ‘সুনির্দিষ্ট লক্ষ্যে’ হামলার পরিকল্পনা ট্রাম্পের
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

হান্নান মাসউদকে এনসিপির কারণ দর্শানোর নোটিশ, দল বিব্রত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২১ মে, ২০২৫ ৩:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটি।

ধানমণ্ডিতে ‘সমন্বয়ক’ পরিচয়ে সৃষ্ট এক বিশৃঙ্খলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে এ নোটিশ পাঠানো হয়।

বুধবার (২১ মে) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসউদকে আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না।

নোটিশে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার ধানমণ্ডি থানার আওতাধীন একটি আবাসিক এলাকায় তিনজনকে ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ আটক করে। তাদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছাআ) মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, যাকে ইতিমধ্যেই নৈতিকতা স্খলনের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তথাপি, হান্নান মাসউদ সংশ্লিষ্ট থানায় গিয়ে আটককৃতদের জামিন করিয়ে নেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করা হয় নোটিশে।

এ প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন হান্নান মাসউদ। সেখানে তিনি জানান, ডিএমপি কমিশনারের অনুরোধে তিনি থানায় গিয়েছিলেন এবং পুলিশের অনুরোধেই বিষয়টির মধ্যস্থতা করেন।

তিনি লেখেন, “প্রশাসন আটককৃতদের বিরুদ্ধে কোনো মামলা নিতে চায়নি। আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করি।”

হান্নান মাসউদ আরও দাবি করেন, “ঘটনায় জড়িতদের মধ্যে একজন নিয়মিতভাবে ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’ এর ব্যানারে মব সৃষ্টি করে থাকে, যেটা পরে আমি জানতে পারি। প্রশাসনকে এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করছি।”

এর আগে সোমবার (১৯ মে) রাতে ধানমণ্ডিতে এক প্রকাশকের বাসার সামনে ‘স্বৈরাচারের দোসর’ বলে অভিযোগ এনে বিক্ষোভ করেন বৈবিছাআ’র তিন সদস্য। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় এবং পরে হান্নান মাসউদের জিম্মায় তাদের মুক্তি দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, এ ঘটনায় এনসিপি বিব্রত এবং একটি তদন্ত চলছে। দলটি শিগগিরই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাবে।

৩৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন