আইন-আদালত

গ্রেফতার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন।

অভিনেত্রীর পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে আদালতে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

আইনজীবীরা আদালতের কাছে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে জানান, মামলায় বর্ণিত সময়কালে নুসরাত ফারিয়া দেশের বাইরে অবস্থান করছিলেন। এই প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট কাগজপত্র আদালতে দাখিল করা হয়।

এর আগে, সোমবার নুসরাত ফারিয়াকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছিল। গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় ছাত্র–জনতার গণ-আন্দোলনের সময় এনামুল হক (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় চলতি বছরের ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন। মামলায় মোট ২৮৩ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে নুসরাত ফারিয়াসহ ১৭ জন চলচ্চিত্র ও টেলিভিশনের শিল্পী রয়েছেন।

মামলাটি আদালতের নির্দেশে এজাহার হিসেবে রেকর্ড হওয়ার পর দুই সপ্তাহের মাথায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন