আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশে বৃহস্পতিবার সকালে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ১২:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশে বৃহস্পতিবার সকালে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (BMKG) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে ভূমিকম্পটি ঘটে। কেন্দ্রস্থল ছিল মালুকু বারাত দায়া রিজেন্সি থেকে প্রায় ১৮৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল সমুদ্রতল থেকে ৫১৫ কিলোমিটার নিচে।
আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, ভূমিকম্পটি গভীর হওয়ায় এর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল। ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়া বিশ্বে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। এখানে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা দেশটিকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ করে তোলে।
১১২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর