আবারও অগ্ন্যুৎপাত শুরু মাউন্ট এটনায়, পূর্ব-সতর্কতা জারি

বুধবার, ১৪ মে, ২০২৫ ৩:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা আবারও অগ্ন্যুৎপাত শুরু করেছে।
মঙ্গলবার (১৩ মে) স্থানীয় সময় রাতের দিকে এটি হঠাৎ তীব্রভাবে লাভা ও ছাই উদগীরণ করে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আগ্নেয়গিরিটির দক্ষিণ-পূর্ব ক্রেটার থেকে শুরু হয়ে একাধিক বিস্ফোরণের মাধ্যমে লাভার দুটি প্রবাহ দক্ষিণ ও পূর্ব দিকে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে লাভার ফোয়ারার উচ্চতাও বাড়তে শুরু করেছে।
ইতালির ‘জাতীয় জনসুরক্ষা দফতর’ এক বিবৃতিতে জানিয়েছে, মাউন্ট এটনা বর্তমানে পূর্ব-সতর্কতা পর্যায়ে রয়েছে। যে কোনো সময় বড় ধরনের অগ্ন্যুৎপাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিয়েছে সিসিলি দ্বীপের কাতানিয়া শহর কর্তৃপক্ষ। শহরটি আগ্নেয়গিরিটির সবচেয়ে কাছে অবস্থিত এবং অতীতেও এমন ঝুঁকির মুখে পড়েছে।
প্রসঙ্গত, পৃথিবীর দীর্ঘকাল ধরে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে এটনা অন্যতম। এটি খ্রিস্টপূর্ব ৪২৫ সাল থেকে অগ্ন্যুৎপাত করে আসছে।
১০৪ বার পড়া হয়েছে