সর্বশেষ

আইন-আদালত

মিনারুল হত্যা মামলায় শুনানি শেষে সেলিনা হায়াৎ আইভী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ

শুক্রবার, ৯ মে, ২০২৫ ৬:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

শুক্রবার (৯ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান।

তিনি জানান, মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৬ মে।

এর আগে, শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেফতারের সময় তিনি জানান, দিনের আলো না ফোটা পর্যন্ত তিনি বাড়ি ছাড়বেন না। পরে সকাল সাড়ে ৫টায় তিনি পুলিশের সঙ্গে থানার উদ্দেশে রওনা হন।

গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দেওভোগ এলাকা। রাত ১১টার দিকে পুলিশের একটি দল আইভীর বাসায় প্রবেশ করলে তার সমর্থক ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। চুনকা কুটিরের চারপাশের সড়কগুলো বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে অবরোধ করেন তারা। আশেপাশের মসজিদ থেকে ঘোষণা দিয়ে লোকজনকে আইভীর বাড়ির সামনে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।

আইভীর গ্রেফতারকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন