সর্বশেষ

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা: রাজস্থানে পাক সেনা আটক, পাল্টা গোলাগুলি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৪ মে, ২০২৫ ৩:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারত-পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার রাজস্থানে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার অভিযোগে পাকিস্তান রেঞ্জার্সের এক সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এনডিটিভির খবরে জানানো হয়, আটক ওই সেনার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি এবং বর্তমানে তিনি বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন।

এই ঘটনা সামনে আসার পর পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সীমান্তে টানা ১০ দিন ধরে এমন পাল্টাপাল্টি গুলিবিনিময়ের খবর পাওয়া যাচ্ছে।

এর আগে ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে দায়িত্ব পালনরত অবস্থায় বিএসএফ-এর ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম ভুল করে পাকিস্তান সীমান্ত অতিক্রম করলে তাকে আটক করে পাক রেঞ্জার্স। ভারতীয় গণমাধ্যম দাবি করছে, একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় তাকে আটক করা হয়।

বিশ্লেষকরা মনে করছেন, বিএসএফের কনস্টেবল পূর্ণমকে আটকের পাল্টা পদক্ষেপ হিসেবেই পাকিস্তানি সেনাকে আটক করা হয়েছে।

এই ঘটনার মধ্যেই দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়ছে। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর পর থেকেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও চরমে পৌঁছেছে। পাল্টাপাল্টি অভিযোগ ও সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে উভয় দেশই সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন