সর্বশেষ

সারাদেশ

৮ ঘণ্টা পর টিকটকার মামা-ভাগনেকে ফেরত দিল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট প্রতিনিধি

শনিবার, ৩ মে, ২০২৫ ৭:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে ধরে নেওয়া দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২ মে) রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পাটগ্রামের গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছ থেকে রিমন (পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে), একজন এসএসসি পরীক্ষার্থী, ও সাজেদুল ইসলাম (বগুড়ার সাইফুল ইসলামের ছেলে), সম্পর্কে মামা-ভাগনে—দুজনকে আটক করে বিএসএফ। তারা আন্তর্জাতিক সীমান্তের কাছে কাঁটাতারের এপারে থাকা ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও তৈরি করছিলেন।

ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত উদ্যোগ নেয় এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। রাতেই উভয়পক্ষের পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে ফেরত আনা সম্ভব হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, বিজিবির তৎপরতায় বিএসএফ সাড়া দেয় এবং রাতেই শিক্ষার্থীদের ফেরত দেয়। ধবলসুতি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোক্তার হোসেন বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে মুচলেকা নিয়ে শিক্ষার্থীদের হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবার বিজিবিকে ধন্যবাদ জানিয়েছে। বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় সচেতনতা বাড়াতে এবং শূন্যরেখা অতিক্রম না করার জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন