ছাত্রদলে পদ পেতে স্ত্রীকে তালাক, সংবাদ সম্মেলনের পর অব্যাহতি

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৫:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ গ্রহণের অভিযোগ ওঠায় সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল রেজাকে সাময়িক অব্যাহতি দিয়েছে সংগঠনটি।
সোমবার (২১ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ফয়সাল রেজাকে সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শিখা নামের এক তরুণী নিজেকে ফয়সালের স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তোলেন। শিখা জানান, ২০২৩ সালের ২৮ মার্চ ফয়সালের সঙ্গে তার বিয়ে হয় এবং বিয়ের পর থেকে সংসারের যাবতীয় খরচ তাকেই বহন করতে হয়েছে।
সংবাদ সম্মেলনে শিখা বলেন, "ফয়সাল বেকার ছিলেন, আমার টাকা দিয়ে তিনি নিজের পরিবারের খরচ চালিয়েছেন এবং বিদেশে থাকা ভাইদের জন্যও অর্থ পাঠাতেন। এমনকি তাকে মালয়েশিয়ায় থাকা ফয়সালের ভাইদের জন্য তিন লাখ টাকাও দিতে হয়েছিল। টাকা না দিলে সে শারীরিক ও মানসিক নির্যাতন করত।"
শিখার অভিযোগ, ছাত্রদলের পদ পাওয়ার পর ফয়সাল তাকে এড়িয়ে চলতে শুরু করেন এবং পরে একপ্রকার তাকে ছেড়ে দেন। তিনি জানান, ঘটনার পর তিনি কাবিননামাসহ সব প্রমাণপত্র ছাত্রদলের পার্টি অফিসে জমা দিয়েছেন।
এ বিষয়ে ফয়সাল রেজার পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
১৩২ বার পড়া হয়েছে