জামালপুরে ফুটবল প্রতীকের প্রার্থী মাসুদ ইব্রাহীমের গণসংযোগ
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর সদর-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম ফুটবল প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে তিনি সমর্থক ও কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোটর শোভাযাত্রা ও পথসভা করেন।
এ সময় তিনি মেষ্টা, কালীবাড়ি বাজার, হাসিল বটতলা, হাজিপুর বাজারসহ বিভিন্ন স্থানে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রান্তিক জনগোষ্ঠীর বাড়ি বাড়ি গিয়ে তাদের সমর্থনও কামনা করেন।
মাসুদ ইব্রাহীম বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে জামালপুর সদরের সার্বিক উন্নয়নে কাজ করবেন। তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মেলান্দহ-মাদারগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে নতুন শিল্পকারখানা স্থাপন, গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নারীর অধিকার ও ক্ষমতায়ন, বেকার যুবক-যুবতীদের কর্মমুখী শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক অধিকার বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন।
গণসংযোগকালে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে দাবি করে তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
১০৫ বার পড়া হয়েছে