শাহজাহানপুরে ধানের শীষের নির্বাচনী জনসভা: গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ২:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নরেন্দ্রপুর ঈদগাহ মাঠে এই সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন সৈয়দা আফিফা আখতার পাপিয়া, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিশেষ অতিথি ছিলেন শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মালেকসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য একসাথে কাজ করার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। বক্তারা বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপিকেই রাষ্ট্রীয় ক্ষমতায় আনার বিকল্প নেই।
আয়োজকরা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
জনসভায় উপস্থিতদের উত্তেজনা ও উদ্দীপনায় পুরো ঈদগাহ মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
১০৭ বার পড়া হয়েছে