শেরপুরে জামায়াত নেতা হত্যা: বিএনপি প্রার্থীসহ আসামি ৭৩১
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ১:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন।
ঘটনায় হত্যার মামলা দায়ের করা হয়েছে। মামলায় শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামী করে মোট ৭৩১ জনকে আসামী করা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঞা জানান, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে যাদের প্রমাণিতভাবে দায় নেই, তাদের কোনরকম হয়রানি করা হবে না। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।
ঘটনার দুই দিন পর, রেজাউল করিমের স্ত্রী মারজিয়া বেগম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে, নিহত জামায়াত নেতার স্মরণে শুক্রবার বিকেলে জেলা জামায়াত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। ৩১ জানুয়ারি শনিবার ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে শহীদ রেজাউলের জন্য দোয়া কর্মসূচিও পালিত হয়।
সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এখনও অন্তত ১০-১২ জন হাসপাতালে চিকিৎসাধীন। ঝিনাইগাতীর যুবদল নেতা আমজাদ হোসেনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ময়মনসিংহে চিকিৎসাধীন জামায়াত নেতা তাহেরুল ইসলামের অবস্থা ও আশঙ্কাজনক বলে দলীয় সূত্র জানিয়েছে।
১০৭ বার পড়া হয়েছে