শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাতক্ষীরায় বিএনপির ২২ নেতা বহিষ্কার
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিএনপির মোট ২২ জন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন তাদের বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশ করেন। তার সুপারিশের ভিত্তিতে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সিদ্ধান্তক্রমে সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত ২৯ জানুয়ারি এ বহিষ্কারাদেশ জারি করা হয়।
বহিষ্কৃতদের মধ্যে কালিগঞ্জ উপজেলা বিএনপির ১৭ জন এবং আশাশুনি উপজেলা বিএনপির ৫ জন নেতা রয়েছেন।
কালিগঞ্জ উপজেলার বহিষ্কৃতরা হলেন- নলতা ইউনিয়ন বিএনপির সদস্য আজিজুর রহমান পাড়, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, রতনপুর ইউনিয়ন সভাপতি মো. শিহাবউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাবলু, নলতা ইউনিয়নের সভাপতি কিসমাতুল বারী ও সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী খান, কৃষ্ণনগর ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল আজিজ গাইন, সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, মৌতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়সাল কবীর, মথুরেশপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আঙ্গুর, ভাড়াশিমলা ইউনিয়নের সহ-সভাপতি জাকির হোসেন, তারালী ইউনিয়নের সহ-সভাপতি মোনাজাত সানা, বিষ্ণুপুর ইউনিয়নের সহ-সভাপতি সফিরউদ্দীন সবুজ ও কোষাধ্যক্ষ নুর ইসলাম মিলন, কুশুলিয়া ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য এস এম হাফিজুর রহমান বাবু ও শেখ রবিউল ইসলাম।
অন্যদিকে আশাশুনি উপজেলা বিএনপির বহিষ্কৃত পাঁচ নেতা হলেন- সাবেক যুগ্ম আহ্বায়ক মো. খায়রুল আহসান, সাবেক সদস্য জুলফিকার আলী জুলি ও মিজানুর রহমান, সদর ইউনিয়নের সাবেক সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং বুধহাটা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ২২ জনকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে