সংসদ নির্বাচন ঘিরে গোপালগঞ্জ ও যশোরে বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ৫:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে গোপালগঞ্জ ও যশোর জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নির্বাচনকালীন দায়িত্ব পালনে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজিবি সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে দায়িত্ব পালন করছে যশোর ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আগামী ২৯ ও ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে ৩টি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ৩০ দশমিক ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গোপালগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে ৮ দশমিক ৭ প্লাটুন এবং যশোর জেলার ৪টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচনী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে যশোর ব্যাটালিয়নের আওতাধীন গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও কেন্দ্র রেকি কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।
নির্বাচনকালীন সময়ে যাতে কোনো দুষ্কৃতকারী শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি নিয়মিত জনসচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয় জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা হচ্ছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সংবিধান ও আইনের আলোকে জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বিজিবি।
১১১ বার পড়া হয়েছে