সকল ধর্মীয় স্বাধীনতা থাকবে - এটাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ১:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ সমানভাবে নাগরিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা ভোগ করবে- এটাই বিএনপির রাজনৈতিক অঙ্গীকার।
তিনি বলেন, এই দেশে ধর্ম কিংবা জাতিগত বিভাজনের কোনো স্থান নেই এবং বিএনপি কখনো এমন বিভাজন মেনে নেবে না।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের হিন্দুপাড়ায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে সনাতন ধর্মাবলম্বীসহ সকল সম্প্রদায়ের ন্যায্য দাবি-দাওয়া অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, 'আমরা সবাই বাংলাদেশি- এটাই আমাদের একমাত্র পরিচয়। ধর্ম, বর্ণ কিংবা জাতির ভিত্তিতে এই দেশে কোনো বিভক্তি হতে দেওয়া হবে না।'
তিনি আরও বলেন, বিএনপি একটি উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাসী রাজনৈতিক দল, পাশাপাশি ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে দলটি সবসময় আপসহীন অবস্থান নিয়েছে, যা অতীতেও প্রমাণিত হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করেছিলেন। একই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, যা দেশের ইতিহাসে স্বীকৃত।
আগামী দিনেও জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সকল মানুষ বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধভাবে বসবাস করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন, বিএনপির মূল শ্লোগান- 'সবার আগে বাংলাদেশ।'
পথসভায় আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
১২৯ বার পড়া হয়েছে