বান্দরবান-৩০০: বিএনপির সাচিংপ্রু জেরীর সমর্থনে পথসভা ও প্রচারণা
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৪:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান জেলা বিএনপি বান্দরবান শহরের জর্জকোট এলাকা থেকে প্রার্থী সাচিংপ্রু জেরীর সমর্থনে একটি বিশাল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করেছে।
বুধবার (২৮ জানুয়ারি) শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোটারদের মধ্যে প্রচারণা চালায়।
জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা পথসভায় বলেন, “দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অবহেলা, বৈষম্য ও বঞ্চনার শিকার। জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনরুদ্ধারে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ি ও বাঙালি সব জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছেন বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী।”
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে প্রার্থীকে বিজয়ী করতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।
শোভাযাত্রা ও লিফলেট বিতরণে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুসাই মং, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, অ্যাডভোকেট উম্যাসিং মারমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৪৭ বার পড়া হয়েছে