সর্বশেষ

জাতীয়নির্বাচনে জনগণের রায় মেনেই কাজ করবে ওয়াশিংটন: মার্কিন রাষ্ট্রদূত
বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী ভাষা ব্যবহারের অভিযোগ তারেক রহমানের
সারাদেশইসলামী নীতিতেই ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র সম্ভব: চরমোনাই পীর
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের পরিদর্শন
শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত অন্তত ৩০
বিএনপির ভূমিধস জয় হবে ১২ ফেব্রুয়ারি : সালাহউদ্দিন আহমদ
ভোটাধিকার ফিরে পেতে মানুষ জেগে উঠেছে : দুলু
কুমিল্লায় বিএনপিকে কড়া সমালোচনা আসিফ মাহমুদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, তদন্ত শুরু
ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
কুমিল্লায় জামায়াত আমিরের জনসভা ৩০ জানুয়ারি, ব্যাপক প্রস্তুতি
বাসু হত্যা মামলা: মৃত্যুদণ্ড ৫, আমৃত্যু কারাদণ্ড ৪, যাবজ্জীবন ১১ জনের
কক্সবাজারে পাহাড়ি এলাকায় ৬ কৃষক অপহরণ
চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বস্তাপঁচা রাজনীতি করতে চাই না : গোপালগঞ্জে ডা. শফিকুর
গোবিপ্রবিতে ‘মুলা’ ঝুলিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতীকী প্রতিবাদ
আন্তর্জাতিকপুনেতে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি মোতায়েন: ইরানে সম্ভাব্য হামলা ঘিরে উত্তেজনা
ইরানের ইসলামিক সরকার দুর্বল অবস্থায়: মার্কিন গোয়েন্দারা
খেলাঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা জয়ের খোঁজে ব্যর্থ বাংলাদেশ, ইংল্যান্ডের কাছে বড় হার
ইয়ামালের দুর্দান্ত গোল, আবার শীর্ষে বার্সা
সারাদেশ

কুমিল্লায় বিএনপিকে কড়া সমালোচনা আসিফ মাহমুদের

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কঠোর সমালোচনা করে বলেছেন, কুমিল্লায় ইপিজেড করার প্রতিশ্রুতি দেওয়ার আগে বাস্তবতা জানা উচিত ছিল, কারণ এ জেলায় দুই দশক আগেই ইপিজেড স্থাপিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিউমার্কেট চত্বরে এনসিপির উদ্যোগে সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের দাবিতে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'কুমিল্লায় ২০০০ সাল থেকেই ইপিজেড রয়েছে, অথচ নতুন করে করার কথা বলা হচ্ছে। ১৭ বছর লন্ডনে বসে রাজনীতি করলে দেশের বাস্তবতা বোঝা যায় না। আগে মাঠে নেমে দেশের অলিগলি চিনতে হবে।'

স্মার্ট এনআইডি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন আসিফ মাহমুদ। তার দাবি, নতুন কার্ড দেওয়ার নামে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং ঘুষের প্রশ্নও উঠছে।

রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনের কারণে জনগণ গুম, খুন, নির্যাতন ও দুর্নীতির শিকার হয়েছে। একই সঙ্গে ক্ষমতার বাইরে থেকেও একটি দল গত ১৭ মাসে জনগণকে হয়রানির অভিজ্ঞতা দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণকে ভোটের মাধ্যমে এসব অভিজ্ঞতা প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১৭ বছরের নিপীড়ন ও সাম্প্রতিক বাস্তবতা থেকে শিক্ষা নিয়েই ১১ দলীয় ঐক্যজোট গঠন করা হয়েছে।

বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, 'ভোটাধিকার হরণ, হামলা ও অনিয়মের পথে হাঁটলে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে। আগামী নির্বাচনেও তারা বড় ধরনের পরাজয়ের মুখ দেখবে।'

কুমিল্লাকে বিভাগ ঘোষণার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে এবং অনুমোদিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

তরুণদের প্রসঙ্গে তিনি জানান, ১৬ বছর বয়স থেকে ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করার পরিকল্পনা রয়েছে।

পথসভায় আরও বক্তব্য দেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন