আশুলিয়ায় গ্যাস লিকেজে বাসায় আগুন, ছাত্রদল নেতাসহ দগ্ধ ৪
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৮:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
আশুলিয়ার ইসলামনগর এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।
আহতদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইসলামনগর এলাকার আব্দুর রহমানের মালিকানাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলার পূর্ব পাশের একটি ইউনিটে হঠাৎ গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান রায়হান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি, হাসিবুর রহমান এবং রাহাত নামে আরও এক যুবক দগ্ধ হন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
২৩৪ বার পড়া হয়েছে