হাদী হত্যার বিচার দাবিতে মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের ‘মার্চ ফর ইনসাফ’
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ২:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সীগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে ‘সাধারণ ছাত্র জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট শহীদ চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি উঠে আসে। এ সময় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনার পর প্রায় ৪১ দিন অতিবাহিত হলেও এখনো মূল অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়নি, যা আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার পরিচয় বহন করে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন বিক্রমপুর কালচারাল সেন্টারের পরিচালক হাসানুল বান্না তাসনিম, যুব নেতা রায়হান রাব্বি, রাইসুল আহমেদ, রুইয়াম, ছাত্রশক্তির সদস্য সচিব নোমান, ছাত্রদলের জুনায়েদ আহমেদ, ছাত্রশিবিরের হরগঙ্গা কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ মুজাহিদ ও সেক্রেটারি আজিজুল হাকিম, পৌর শিবিরের সভাপতি আল-আশরাফি ও ইব্রাহিম খলিল, জনশক্তি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ইব্রাহিম খান জীবন, রাউফুন মীম, আওলাদ হোসেন, সারোয়ার শরিফ সোহান, তানহা প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।
১১৪ বার পড়া হয়েছে