ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, প্রাণহানির আশঙ্কা অন্তত ৫০
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভূমধ্যসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টায় নেওয়া হয়েছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তি জানান, তিনি প্রায় ২৪ ঘণ্টা সাগরে ভাসমান অবস্থায় ছিলেন। পরে তিউনিশিয়ার দিকে যাত্রারত একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। তার ভাষ্য অনুযায়ী, নৌকাটিতে থাকা বাকি প্রায় ৫০ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়ে থাকতে পারেন।
জানা গেছে, উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে নৌকাটি যাত্রা শুরু করেছিল। ইউরোপে পৌঁছানোর আশায় উত্তর আফ্রিকা থেকে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীরা ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এসব যাত্রায় নিয়মিতই দুর্ঘটনার খবর পাওয়া যায়।
উদ্ধার হওয়া ব্যক্তি কোন দেশের নাগরিক এবং নৌকাটিতে কোন কোন দেশের মানুষ ছিলেন—এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সাধারণত এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা এই পথ ব্যবহার করে ইউরোপে প্রবেশের চেষ্টা করে থাকেন।
বেসরকারি সংস্থা ‘মিসিং মাইগ্রেন্টস’ ২০১৪ সাল থেকে এই অভিবাসনপথে ঘটে যাওয়া দুর্ঘটনার তথ্য সংগ্রহ করছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় মোট ৩৩ হাজার ৩২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ২৬ জন নিহত বা নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। আর ২০২৫ সালে এই সাগরে অভিবাসনপ্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ যাত্রায় মোট এক হাজার ৮৭৩ জন নিহত বা নিখোঁজ হন।
১৫১ বার পড়া হয়েছে