তালা-কলারোয়ার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার হাবিবুল ইসলামের
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ২:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ধর্ম-বর্ণ ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তার অগ্রাধিকার।
তিনি বলেন, একজন মুসলমানের সন্তান হিসেবে তিনি সব ধর্মের মানুষের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার বিকেলে তালা উপজেলার খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় হাবিবুল ইসলাম হাবিব তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে বলেন, 'আমার নেত্রী কষ্টে কষ্টে মৃত্যুবরণ করেছেন। তার জানাজায় কোটি মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন।' এ সময় তিনি বিশেষভাবে নারী ভোটারদের উদ্দেশে আবেগঘন আহ্বান জানান।
তিনি আরও বলেন, তার দ্বারা বা তার দলের কোনো কর্মীর দ্বারা অন্যায় হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা হবে। দলের ভেতরে কোনো ধরনের অন্যায় বা বিশৃঙ্খলার জায়গা থাকবে না বলেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে হাবিব বলেন, 'সবার আগে বাংলাদেশ-এই স্লোগানকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে।'
জনসভায় তিনি কর্মীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোটারদের সমর্থন কামনা করেন এবং নির্বাচিত হলে তালা ও কলারোয়া উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আছির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান ও যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে শত শত নেতা-কর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, তালা ও কলারোয়ার উন্নয়নে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বিকল্প নেই।
১১৮ বার পড়া হয়েছে