অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা জয়ের খোঁজে ব্যর্থ বাংলাদেশ, ইংল্যান্ডের কাছে বড় হার
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। গ্রুপপর্বের তৃতীয় ম্যাচেও হতাশা সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে আজিজুল হাকিম তামিমের দলকে।
সোমবার বুলাওয়েতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ যুবা দল।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৭ রানেই ফিরে যান ওপেনার জাওয়াদ আবরার। এরপর রিফাত বেগ ও অধিনায়ক তামিম মিলে দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়লেও বড় ইনিংসের ভিত গড়া হয়নি। রিফাত ৩৬ বলে ৩১ রান করে আউট হন। ধীরগতির ব্যাটিংয়ে ভুগে তামিমও ৪৬ বলে মাত্র ২০ রান করে সাজঘরে ফেরেন।
এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ১৯তম ওভারে ৭২ রানে তৃতীয় উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়ে। ১০৫ রানের মধ্যেই হারায় ষষ্ঠ উইকেট। শেষদিকে শিশির আহমেদের ১৮ রানের ছোট্ট লড়াইয়ে ভর করে ৩৮.১ ওভারে ১৩৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
ইংল্যান্ডের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন সেবাস্তিয়ান মরগান, নেন ৩টি উইকেট। এছাড়া রালপি আলবার্ট ও ম্যানি লুমসডেন শিকার করেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ রানে একটি উইকেট হারালেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ৩৬ ও তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত করে তারা। অধিনায়ক থমাস রেও ৫০ বলে অপরাজিত ৫৯ রান করেন। ওপেনার বেন ডাউকিনস করেন ২৭ রান, আর বেন মায়েস যোগ করেন ৩৪।
এই হারের ফলে তিন ম্যাচ শেষে বাংলাদেশের ঝুলিতে রয়েছে মাত্র ১ পয়েন্ট-দুটি হার ও একটি পরিত্যক্ত ম্যাচ থেকে। টুর্নামেন্টে এগিয়ে যেতে হলে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই যুবাদের সামনে।
১২০ বার পড়া হয়েছে