রূপগঞ্জে জামায়াতের কার্যালয় বন্ধে হুমকির অভিযোগ, থমথমে এলাকা
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হাংকুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয় বন্ধ করে দেওয়ার প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন। জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের দাবি, রবিবার সকালে তারা কার্যালয়ে গিয়ে দেখেন অফিসের প্রধান প্রবেশপথে ট্রাকভর্তি ইট ও বালু ফেলে পথ অবরোধ করে রাখা হয়েছে। এতে দলীয় কার্যক্রম পরিচালনা করা কার্যত অসম্ভব হয়ে পড়ে।
জামায়াত কর্মীদের অভিযোগ, আগের রাতে বিএনপির একদল নেতাকর্মী পরিকল্পিতভাবে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ভবিষ্যতে জামায়াতের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। তাদের দাবি, অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরাসরি নির্দেশ দিয়ে কার্যালয়টি বন্ধ করার চেষ্টা করছেন এবং এলাকায় জামায়াতের কোনো অফিস থাকতে দেওয়া হবে না বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন। তিনি বলেন, কার্যালয়ের সামনে ইট ও বালু কে বা কারা রেখেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২৪ বার পড়া হয়েছে