চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনে শান্তিপূর্ণ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে মাঠে নামানো হচ্ছে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য।
রোববার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে অবস্থানরত মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) থেকে ১১ প্লাটুন এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এসব সদস্য আগামী ১ ফেব্রুয়ারি থেকে নির্বাচনকালীন দায়িত্ব পালনে পূর্ণমাত্রায় মাঠে থাকবে।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।
তিনি আরও জানান, বিজিবি সদস্যদের পাশাপাশি বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে, যা নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করবে।
১২৮ বার পড়া হয়েছে