শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মাদক ট্যাবলেট ও সিরাপ উদ্ধার
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৭:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীন আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮২/২-এস থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের শমসের আম বাগান এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মজুদ করা অবস্থায় ৩ হাজার ৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ফেন্সিডিলের বিকল্প ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারীরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত নেশাজাতীয় দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জাতির বৃহত্তর স্বার্থে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১২৪ বার পড়া হয়েছে