আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনের দুই প্রার্থীকে শোকজ
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৪:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত নোটিশে জামায়াত সমর্থিত দশ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম এবং বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়ে দশ দলীয় জোট আয়োজিত একটি নির্বাচনী জনসভায় জামায়াতের আমিরকে স্বাগত জানিয়ে তোরণ, বিলবোর্ড ও ব্যানার স্থাপনের অভিযোগে সারজিস আলমকে শোকজ করা হয়, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।
অন্যদিকে, শহরের বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও গাছ থেকে ধানের শীষ প্রতীকের বিধিবহির্ভূত ফেস্টুন অপসারণের সময় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১৪০ বার পড়া হয়েছে