শরীয়তপুরে স্বতন্ত্র প্রার্থীর ফেস্টুন ভাঙচুরের অভিযোগ
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৪:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
শরীয়তপুরে এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ফেস্টুন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।
শনিবার বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
শরীয়তপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ নজরুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের বিধি মেনে তার নির্বাচনী ফেস্টুন স্থাপন করা হয়েছিল। তবে বিকেলে সরকারি মহিলা কলেজের সামনে লাগানো একটি ফেস্টুন দুর্বৃত্তরা ভেঙে ফেলে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে এমন নাশকতা চালিয়ে থাকলে তাদের বিরুদ্ধে নির্বাচনী বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। একই সঙ্গে রঙিন পোস্টার ও ব্যানার ব্যবহারের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
ঘটনার পর প্রার্থীর উপস্থিতিতে তার সমর্থকরা ভাঙা ফেস্টুনটি পুনরায় স্থাপন করেন।
১৩৬ বার পড়া হয়েছে