সর্বশেষ

জাতীয়ভারতের সঙ্গে বিএনপির চুক্তি হয়েছে এমন তথ্য ভিত্তিহীন: ড. মাহদী আমিন
রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টা মিয়ানমারের, বাংলাদেশের নিন্দা
রাজধানীতে মুসাব্বির হত্যাকাণ্ডের মূল শ্যুটার গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার
নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ
সারাদেশআধিপত্যবাদ মুক্ত, সৎ নেতৃত্ব ও মানবিক রাষ্ট্র গঠনে বগুড়ায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডা. শফিকুর
বিদেশি প্রভাবমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান: সালাহউদ্দিন আহমদ
'হ্যাঁ' ভোট দিলে দেশে অবৈধ ও অন্যায় প্রথা আর ফিরবে না : প্রেস সচিব
শরীয়তপুরে ককটেল হামলা: ১৪ ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ
ধামরাইয়ে ধর্ষণের গুজব: ডাকাতির প্রমাণ পেয়েছে পুলিশ, গ্রেফতার ৪
টাঙ্গাইলে অসহায় মানুষের মাঝে মানবাধিকার কমিশনের শীতবস্ত্র বিতরণ
শাহীন শিক্ষা পরিবারের শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন, ৩শ' শিক্ষক নির্বাচিত
পটুয়াখালী-৪: ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন মোশাররফ হোসেন
পটুয়াখালীর মহিপুরে ৭শ' গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২৫
কলাপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ মৎস্য ব্যবসায়ীর মৃত্যু
ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত কলাপাড়া, দুর্ভোগে শ্রমজীবী মানুষ
আন্তর্জাতিকপশ্চিম জাভায় ভয়াবহ ভূমিধস: নিহত ৭, নিখোঁজ অন্তত ৮২
মিয়ানমারে বিয়ের ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
খেলাআইসিসি বিশ্বকাপ থেকে সরালো বাংলাদেশকে, স্কটল্যান্ড পেল সুযোগ
সারাদেশ

আধিপত্যবাদ মুক্ত, সৎ নেতৃত্ব ও মানবিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডা. শফিকুর 

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
একটি আধিপত্যবাদমুক্ত, সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, 'দেশ আজ গভীর সংকটে এই সংকট থেকে উত্তরণে প্রয়োজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব।


শনিবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা ও শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণকে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে এবং গণভোটে ‘হাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।


ডা. শফিকুর রহমান বলেন, 'আমরা ক্ষমতার রাজনীতি করতে চাই না। আমরা চাই জনগণের অধিকার ফিরিয়ে দিতে, রাষ্ট্রের প্রতিটি স্তরে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা কায়েম করতে। আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র গড়া-যেখানে ক্ষুধার্ত কেউ থাকবে না, বেকার যুবক দিশেহারা হবে না, মা-বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগবে না।'

তিনি আরও বলেন, 'দীর্ঘদিন ধরে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং জনগণের মতামতের প্রতিফলনই পারে দেশকে সঠিক পথে পরিচালিত করতে। ইনশাআল্লাহ, জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, তাহলে আমরা একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র উপহার দেব।'

দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির অভিযোগ করে বলেন, দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। রাষ্ট্রের প্রতিটি স্তরে নৈতিক অবক্ষয় ঘটেছে। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।

নারী ও মায়েদের সম্মান প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, 'রাষ্ট্র পরিচালনায় পুরুষের পাশাপাশি মায়েদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। মায়েদের কোনো অপমান বা অবমাননা সহ্য করা হবে না। তাদের মর্যাদা ও নিরাপত্তা রাষ্ট্রই নিশ্চিত করবে।'

যুব সমাজ সম্পর্কে তিনি বলেন, 'প্রত্যেক যুবক-যুবতীর হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দেওয়া হবে। আমরা বেকার যুবকদের মিছিল দেখতে চাই না। কর্মসংস্থানই হবে আমাদের প্রথম অগ্রাধিকার।'

 

সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, 'আমরা একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলব। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো আপস করা হবে না।'

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম। তাঁরা বলেন, 'বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। জামায়াতে ইসলামী জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।'

এর আগে শনিবার সকালে ডা. শফিকুর রহমান গাইবান্ধা থেকে বগুড়ার উদ্দেশে রওনা হন। পথে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামানের আহ্বানে মোকামতলা মহিলা কলেজ মাঠে এক পথসভায় বক্তব্য দেন তিনি।

আমিরে জামায়াতের আগমনকে ঘিরে বগুড়ায় সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হন।

স্থানীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, 'ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখি।

একজন অংশগ্রহণকারী বলেন, 'অনেক জনসভা দেখেছি, কিন্তু আজকের জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে-মানুষ সত্যিই পরিবর্তন চায়।'

জনসভায় জামায়াত আমির বগুড়ার সাতটি সংসদীয় আসনের জন্য জামায়াতের সাতজন প্রার্থীকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাঁদেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানান।


আয়োজকদের দাবি, বগুড়ায় অনুষ্ঠিত এই জনসভাটি সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর অন্যতম বৃহৎ ও সফল জনসমাবেশ, যা আসন্ন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে তারা আশাবাদী।


জনসভা ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্রশাসন।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন