সাউথ সুলাওয়েসিতে নজরদারি বিমান বিধ্বস্ত, ১০ জনের মরদেহ উদ্ধার
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইন্দোনেশিয়ার সাউথ সুলাওয়েসি প্রদেশে কয়েকদিন আগে নিখোঁজ হওয়া একটি মৎস্য নজরদারি বিমানের ১০ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট (আইএটি) মালিকানাধীন এটিআর ৪২-৫০০ টার্বোপ্রপ বিমানটি শনিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মারোস অঞ্চলের আকাশে থাকা অবস্থায় বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই বিমানটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়।
মৎস্যসম্পদ তদারকির কাজে ইন্দোনেশিয়ার সমুদ্র বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয় বিমানটি ভাড়া নিয়েছিল। নিখোঁজ হওয়ার সময় বিমানে সাতজন ক্রু ও তিনজন যাত্রী ছিলেন। যাত্রীরা সবাই মন্ত্রণালয়ের কর্মকর্তা।
সাউথ সুলাওয়েসির উদ্ধার সংস্থার কর্মকর্তা আন্দি সুলতান এক ভিডিও বার্তায় জানান, শুক্রবার ভোরের আগে নবম ও দশম মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এখনো অভিযান ও তল্লাশি কার্যক্রম চলছে।
এর আগে রাজধানী জাকার্তা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মারোস অঞ্চলের বুলুসারাউং পর্বতের কাছে বিভিন্ন স্থানে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পান উদ্ধারকর্মীরা।
এদিকে, দুর্ঘটনার কারণ জানতে বিমানটির ব্ল্যাকবক্স পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি কমিটি (কেএনকেটি)। সংস্থাটি দেশটির সব পরিবহন দুর্ঘটনার তদন্ত করে থাকে।
২২৮ বার পড়া হয়েছে