নড়াইল নার্সিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ: অধ্যক্ষসহ দুই শিক্ষকের পদত্যাগ
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১২:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইল নার্সিং কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ আফরোজা খাতুন ও একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ রাখেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন ধরে অধ্যক্ষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সরকারের বরাদ্দের টাকা আত্মসাত এবং খারাপ আচরণের শিকার হচ্ছেন তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা অধ্যক্ষকে আটক রাখেন শিক্ষার্থীরা। এ সময় জেলা প্রশাসনের আশ্বাসের পর অধ্যক্ষ আফরোজা খাতুন মুক্ত হন।
নড়াইল নার্সিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র অন্তিমিরা বিশ্বাস জানান, ২০২২ সালের ২৬ নভেম্বর কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে আফরোজা খাতুন বিভিন্ন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় এবং হুমকিসহ অনিয়ম করেছেন। শিক্ষার্থীদের অধিকাংশ জেলার বাইরে হওয়ায় তারা দীর্ঘদিন এসব সহ্য করেছেন। তবে বৃহস্পতিবার তারা প্রতিবাদে মুখর হয়ে ওঠেন।
প্রথম বর্ষের ছাত্র মোঃ সাজিদুর রহমান জিহাদ জানান, “শিক্ষার্থীদের বাড়ি থেকে পাঠানো কষ্টার্জিত অর্থ দিয়ে চলতে আমাদের কষ্ট হয়। সরকারী বরাদ্দ থাকা সত্ত্বেও অধ্যক্ষ অতিরিক্ত অর্থ গ্রহণ করেছেন। আমরা চাই, সাড়ে চার লাখেরও বেশি টাকা ফেরত দেওয়া হোক।”
অবরুদ্ধ অধ্যক্ষ আফরোজা খাতুন দাবি করেন, বরাদ্দ না আসায় কলেজের কার্যক্রম চালাতে বিভিন্ন খাতের টাকা ব্যবহার করতে হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীরা যে আচরণ করেছে তা কখনো কাম্য নয়। চাপের মুখে তিনি পদত্যাগপত্রে সই করেছেন। এছাড়া রোকসানা নামে আরও একজন শিক্ষককেও শিক্ষার্থীরা পদত্যাগপত্রে সই করান
১২১ বার পড়া হয়েছে