ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১২:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নিরাপত্তা উদ্বেগকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে নেওয়া এই সিদ্ধান্তে কোনো পরিবর্তনের সুযোগ নেই।
আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ গ্রহণ করেনি, তাই এবারের বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না। তবে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বিস্তারিত আলাপের বিষয় তিনি প্রকাশ করেননি।
এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলামও সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ এখনো বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতে খেলার ইচ্ছা পোষণ করছে এবং এই লক্ষ্যেই তারা লড়াই চালিয়ে যাবে। আইসিসির গতকালকের সভায় বিসিবি সভাপতিকে ভারতের ভেন্যুতে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের সঙ্গে আলোচনার এক দিন সময় দেওয়া হয়েছিল। সেই আলোচনার পর আজ চূড়ান্তভাবে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি।
১২৫ বার পড়া হয়েছে