থানচি থেকে শুরু বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের সবচেয়ে দুর্গম পাহাড়ি জনপদ থানচি উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বান্দরবান-৩০০ আসনে বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।
যোগাযোগব্যবস্থা অত্যন্ত কঠিন হলেও পাহাড়ি এই অঞ্চলে থেমে নেই নির্বাচনী তৎপরতা। প্রচারণার শুরুতেই পাহাড়ি ও বাঙালি ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে থানচি সদরের বলিপাড়া, বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় পথসভা ও গণসংযোগ করেন রাজপুত্র সাচিং প্রু জেরী। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রচারণার প্রথম দিনেই নৌকা ও দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে থানচির বিভিন্ন গ্রামে পৌঁছান তিনি। স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সরাসরি দেখা করে দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যার কথা শোনেন বিএনপির এই প্রার্থী। পাহাড়ি অঞ্চলের পানি সংকট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থা উন্নয়ন নিয়ে স্থানীয়দের প্রত্যাশার কথা তিনি মনোযোগসহকারে শোনেন।
থানচির পাহাড়ি পথ, নদীপথ ও গ্রাম থেকে গ্রামে প্রচারণাকালে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায় পাহাড়ি জনপদ। পাহাড়ি ও বাঙালি সম্প্রীতির বার্তা নিয়ে তিনি ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
প্রচারণার সময় পাহাড়ি নারী-পুরুষ, বাঙালি সম্প্রদায়ের মানুষ, ব্যবসায়ী ও তরুণদের সঙ্গে মতবিনিময় করেন রাজপুত্র সাচিং প্রু জেরী।
এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বাংলাদেশের জন্য অমূল্য সম্পদ। তিনি যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
বান্দরবানবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, 'পাহাড়ি ও বাঙালি-আমরা সবাই এই অঞ্চলের মানুষ। উন্নয়ন, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমি নির্বাচনে এসেছি। দুর্গম এলাকার মানুষের কষ্ট আমি ভালোভাবে জানি বলেই থানচি থেকে প্রচারণা শুরু করেছি।'
স্থানীয় ভোটারদের প্রত্যাশাও এবার স্পষ্ট। দীর্ঘদিনের অবহেলা দূর করে পানি সমস্যা সমাধান, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের আশ্বাস চান পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ।
এক স্থানীয় বাসিন্দা বলেন, 'আমাদের এলাকায় রাস্তাঘাট ও চিকিৎসার সমস্যা অনেক। যিনি আমাদের কথা শুনবেন এবং সমাধান করবেন, তাকেই আমরা ভোট দেব।'
দুর্গম থানচি থেকে প্রচারণা শুরু করে পুরো বান্দরবান জেলায় পাহাড়ি ও বাঙালি ভোটারদের একত্র করার বার্তা দিচ্ছেন বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে পাহাড়ি এই জনপদে রাজনৈতিক উত্তাপ।
১২২ বার পড়া হয়েছে