মাদারীপুরে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপি থেকে বহিষ্কার ৩ নেতা
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরের দুটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লা। তিনি শুরুতে বিএনপির মনোনয়ন পেলেও পরবর্তীতে নানা বিতর্কের কারণে দলীয় মনোনয়ন বাতিল হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
একই আসনে আরেক বহিষ্কৃত নেতা হলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। এছাড়া মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকেও বহিষ্কার করা হয়েছে। তিনিও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের ফলে সংশ্লিষ্ট নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।
এদিকে একই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাদারীপুরের এই তিন নেতাসহ সারাদেশে মোট ৫৭ জন বিএনপি নেতাকে একই অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১৬৪ বার পড়া হয়েছে