কুয়াকাটায় জলবায়ু সচেতনতায় মানববন্ধন ও সমুদ্র সৈকত পরিষ্কার অভিযান
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং উপকূলীয় পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে মানববন্ধন ও সৈকত পরিষ্কার অভিযান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজিত করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এনএসএস।
বুধবার সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে “Annual Gathering for Climate Action” স্লোগান নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি এবং নদী ভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে উপকূলীয় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী।
মানববন্ধনে বক্তারা সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে পরিবেশবান্ধব আচরণ, প্লাস্টিক বর্জ্য কমানো এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
মানববন্ধন শেষে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে সমুদ্র সৈকত পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়। এতে দুই শতাধিক স্বেচ্ছাসেবক, পর্যটক ও স্থানীয় মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় মানুষের অংশগ্রহণ বাড়বে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ আরও শক্তিশালী হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন এনএসএস নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাংবাদিক খায়রুল বাশার বুলবুল, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি বায়েজিদ বোস্তামী এবং ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিধুদান বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন ‘উপরা’ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিম হোসেন রাজু, সাংবাদিক জাকির হোসেনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
১১৭ বার পড়া হয়েছে