পাবনার ৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট প্রয়োগ প্রায় ১৮ হাজার
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনা জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রায় ১৮ হাজার ৫০০ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন।
এতে কারাবন্দি, প্রবাসী, সরকারি কর্মকর্তা ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি পর্যন্ত মোট ১৯ হাজার ৯৩ জন পোস্টাল ভোটের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ১৮ হাজার ৪৯৮ জনকে ভোটাধিকার প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। অনুমোদিত ভোটারদের মধ্যে রয়েছেন ১১২ কারাবন্দি, ৬ হাজার ৫৩৮ প্রবাসী, ৯ হাজার ৮৭৯ সরকারি চাকরিজীবী, ২ হাজার ৪৬৪ নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী এবং ৪৩ জন আনসার ও ভিডিপি সদস্য।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহম্মদ মোশারফ হোসেন জানান, “কারাবন্দি, প্রবাসী ও অন্যান্য অনেক ভোটার আগে নির্বাচনে ভোট দিতে পারতেন না। এবার নির্বাচন কমিশন এই ব্যবস্থা রেখেছে, যাতে তারা নিজেরা ভোট দিতে পারেন। আমাদের সরাসরি কোনো ভূমিকা নেই; যাদের রেজিস্ট্রেশন অনুমোদন পেয়েছে, তাদের কাছে পোস্ট অফিসের মাধ্যমে ব্যালট পাঠানো হবে। ভোটার নির্দেশনা অনুসারে ভোট দিয়ে নিরাপদ খামে পোস্ট অফিসে জমা দেবেন। পরে সেটি নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে।”
এদিকে, প্রবাসীদের জন্য বিশেষভাবে তৈরি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে মোবাইল নম্বর ব্যবহার করে ভোটাররা নিবন্ধিত হয়েছেন। এই নিবন্ধনের শেষ সময় ছিল ৫ জানুয়ারি।
পাবনা জেলায় পোস্টাল ভোটের জন্য সবচেয়ে বেশি আবেদন এসেছে পাবনা-১ (সাঁথিয়া) আসন থেকে।
১১৯ বার পড়া হয়েছে