সারাদেশ
আসন্ন নির্বাচনের মধ্যে মাগুরা-১ আসনের গণফোরাম মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহমানের গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মাগুরায় গণফোরামের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগের অভিযোগ
রূপক আইচ, মাগুরা
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন নির্বাচনের মধ্যে মাগুরা-১ আসনের গণফোরাম মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহমানের গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত আনুমানিক ২টার দিকে মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর এলাকায় ওই প্রার্থীর বাড়িতে দুর্বৃত্তরা এই হামলা চালিয়ে পালিয়ে যায়।
স্থানীয় হাজিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রিপন বিশ্বাস জানিয়েছেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ একটি বস্তু এবং কাচের বোতলে কিছু দাহ্য পদার্থ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গণফোরামের প্রার্থী মিজানুর রহমান বলেন, “ঘটনার সময় আমি গ্রামের বাড়িতে উপস্থিত ছিলাম না। বাড়িতে আমার ছোট ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন।
মূলত আমাকে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালানো হয়েছে। আমি এই বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি।”
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন