শিক্ষা ব্যবস্থার ধ্বংস জাতিকে ধ্বংসের পথে নিয়ে যায় : বিএনপি নেতা রুহুল কুদ্দুস
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু শিক্ষা ব্যবস্থার গুরুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, 'কোনও জাতিকে ধ্বংস করতে চাইলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হয়।'
দুলু আরও অভিযোগ করেন, পাশ্ববর্তী রাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগ সরকারের শাসনামলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, 'বই না পড়ে, খাতায় কিছু লিখে জিপি ৫ পাওয়া সম্ভব হচ্ছে।'
তিনি বিএনপির স্থায়ী সম্পাদক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির উল্লেখ করে বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আলাদা বাজেটও রাখা হয়েছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আরকে মডেল হাই স্কুলের প্রতিষ্ঠা সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, এবং স্কুলের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ।
১২৯ বার পড়া হয়েছে