সর্বশেষ

জাতীয়আজ শহীদ আসাদ দিবস
বাংলাদেশে পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
সারাদেশ৭ মাসে ৬ খুনের দায় স্বীকার করল ‘ভবঘুরে’ যুবক, পরিচয় ঘিরে রহস্য
আন্তর্জাতিকআফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
খেলাবিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত, অনড় অবস্থানে আইসিসি
খেলা

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত, অনড় অবস্থানে আইসিসি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের ভেন্যুতে খেলতে আপত্তি জানিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাতে সাড়া দেয়নি। ফলে বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে—এমন অবস্থানেই অনড় রয়েছে আইসিসি।

ভারতীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বিশ্বকাপে অংশ নেবে কি না—এ সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। একই সঙ্গে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে এএফপি। তবে বিসিবি এই সময়সীমার তথ্য অস্বীকার করেছে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, আইসিসি থেকে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়ার কথা জানানো হয়নি। ১৭ জানুয়ারি ঢাকায় আইসিসির ইন্টেগ্রিটি ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভের সঙ্গে বৈঠকে বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে—নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে খেলতে চায় না। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার প্রস্তাব দেওয়া হয়েছে এবং গ্রুপ পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা হয়েছে। আইসিসি প্রতিনিধি এসব বিষয় সদর দপ্তরে জানাবেন বলে আশ্বাস দেন।

এরপরই ভারতীয় ওয়েব পোর্টাল ক্রিকবাজ জানায়, আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনে রাজি নয় আইসিসি এবং ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপালের ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়াও সম্ভব নয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দৈনিক গালফ নিউজ পাকিস্তানকে ঘিরে ছড়ানো খবর—বাংলাদেশ না খেললে পাকিস্তানও সরে দাঁড়াবে—এ তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছে। পাকিস্তান যে বিশ্বকাপ খেলবে, সেটিও নিশ্চিত করেছে তারা।

সূত্রের দাবি, গত দুদিনে আইসিসি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ফোনে কথা বলেছে এবং জানিয়েছে—বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বিসিবির সিদ্ধান্ত জানার পরই স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আইসিসি প্রস্তুত রয়েছে বলেও জানা গেছে।

বাংলাদেশের আপত্তির মূল কারণ নিরাপত্তা। বিসিবির মতে, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সমর্থক, সাংবাদিক ও খেলোয়াড়দের জন্য ঝুঁকি রয়েছে। আইসিসির নিরাপত্তা বিভাগও কলকাতায় কিছুটা ঝুঁকির কথা স্বীকার করেছে। তবে আইসিসির বক্তব্য—দল ও বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে; প্রয়োজনে একই হোটেলে রাখা ও প্রটোকলসহ ভেন্যুতে নেওয়ার ব্যবস্থাও করা যেতে পারে।

বিশ্বকাপ শুরু হতে আর ১৬ দিন বাকি। ৭ জানুয়ারি কলম্বো ও কলকাতায় একযোগে উদ্বোধনের কথা। উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে। একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলা, আর গ্রুপের শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে নেপালের বিপক্ষে। গ্রুপ পরিবর্তন হলে এসব ম্যাচ আয়ারল্যান্ড খেলবে—এ সিদ্ধান্ত নির্ভর করছে আইসিসি চেয়ারম্যানের ওপর।

এ পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের দাবিকে সমর্থন করলেও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। পাকিস্তানি সাংবাদিক শাহেদ হাশমি জানান, আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী যুক্তিসংগত কারণ ছাড়া সরে দাঁড়ালে পাকিস্তানকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। তবে বাংলাদেশ যদি সরকারি সিদ্ধান্তে অংশ না নেয়, সে ক্ষেত্রে জরিমানার প্রশ্ন নেই।

সব মিলিয়ে, আইসিসির অনড় অবস্থান ও নিরাপত্তা উদ্বেগের টানাপোড়েনে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো চূড়ান্ত নয়। সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন