নেত্রকোনায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার কলমাকান্দায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার দায়ে আদালত এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে। রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মোছাঃ মরিয়ম মুন মুঞ্জুরি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার তথ্যানুযায়ী, ২০১১ সালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের রুক্কু মিয়ার সঙ্গে কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামের রুবিনা আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান জন্ম নেয়। তবে শুরু থেকেই দাম্পত্য জীবনে বনিবনা ছিল না এবং নিয়মিত কলহের সৃষ্টি হতো।
২০২১ সালের ১৫ মে অভিমান করে রুবিনা আক্তার বাবার বাড়িতে চলে যান। সেই রাতে স্বামী রুক্কু মিয়া স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য শ্বশুরবাড়ি গেলে, রুবিনা আক্তার ধারালো কুড়াল দিয়ে স্বামীর মাথায় আঘাত করে হত্যা করেন।
নিহতের ছোট ভাই মো. আসাদ মিয়া কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত সব অভিযোগ প্রমাণিত হওয়ায় রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আবুল হাসেম জানান, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। রায়ের মাধ্যমে সমাজে শক্তিশালী একটি বার্তা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
১১২ বার পড়া হয়েছে