নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৯ লাখ সদস্য মোতায়েন হবে : উপদেষ্টা
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনী, পুলিশ, আনসার-ভিডিপি, বিজিবি, কোস্টগার্ড, র্যাব ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী নির্বাচনী নিরাপত্তায় কাজ করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভায় এই তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনে ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং নির্বাচনী সমন্বয় সেল পরিচালনার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ব্যবস্থা দুই পর্বে চালু থাকবে। প্রথম পর্বে চলমান মোতায়েন বজায় থাকবে, আর দ্বিতীয় পর্বে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে। ভোটকেন্দ্রগুলিতে পুলিশ, আনসার-ভিডিপি, বিজিবি, র্যাব ও কোস্টগার্ডের সমন্বয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হবে।
এবারই প্রথমবারের মতো নির্বাচনী প্রশিক্ষণ, ৪১৮টি ড্রোন ব্যবহার এবং 'নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬' কার্যক্রমের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও ভোটকেন্দ্রের গুরুত্বপূর্ণ স্থানে ২৫ হাজার বডি ওয়ার্ন ক্যামেরা এবং সিসিটিভি স্থাপন করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী অবৈধ ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে।' এছাড়াও অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অধীনে সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম ইতিমধ্যেই জোরদার করা হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে