নড়াইলে গণভোটে অংশগ্রহণ ও উদ্দীপনা বৃদ্ধিতে উঠান বৈঠক
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলায় গণভোটে অংশগ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নলদী ইউনিয়নের ব্রাহ্মণীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের খুলনা বিভাগের পরিচালক মোহাম্মদ আবুল কালাম। সভার সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা কার্যালয় নড়াইলের উপ-পরিচালক আলিফ নুর।
অনুষ্ঠানে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পরিবার পরিকল্পনা বিভাগের খুলনা উপ-পরিচালক মোঃ আকিব উদ্দিন এবং লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ প্লাবন। বক্তারা উপস্থিত জনগণকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটের পাশাপাশি গণভোটে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
বক্তারা বলেন, 'পরিবর্তনের চাবি জনগণের হাতে। জুলাইয়ে গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নসহ বিভিন্ন পরিবর্তন ও উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে হলে ‘হ্যাঁ’তে ভোট দিতে হবে। অন্যদিকে, পরিবর্তন চাইলে ‘না’ ভোটও দিতে পারবেন।'
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং তারা বৈঠকে সক্রিয় অংশগ্রহণ করেন।
১২১ বার পড়া হয়েছে