সিরাজগঞ্জে খাজা এনায়েতপুরী (রঃ)-এর ১১১তম ওরশ শুরু
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসলামের শান্তির আদর্শ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সত্য তরিকা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে শুরু হয়েছে উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)-এর ১১১তম ওরশ শরীফ।
শুক্রবার বাদ জুমা এনায়েতপুর পাক দরবার শরীফে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ওরশের উদ্বোধন করা হয়। দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হুজুর খাজা গোলাম মেহেদীর দোয়া পরিচালনার পর সুউচ্চ টাওয়ারে ‘আল্লাহু আকবার’ লেখা লাল পতাকা উত্তোলনের মাধ্যমে ওরশ শরীফের আনুষ্ঠানিক সূচনা হয়।
এ ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের আসাম, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশ থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
আগত মুসল্লি ও ভক্তদের সুবিধার্থে দরবার শরীফ কর্তৃপক্ষ থাকা-খাওয়ার ব্যবস্থা, ওজু-গোসলসহ ধর্মীয় আচার পালনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। দরবার শরীফের নিজস্ব প্রশিক্ষিত হাজারো মোজাদ্দেদিয়া আনসার সদস্যও বিশেষ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
ওরশকে বর্ণাঢ্য করতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এনায়েতপুর-সিরাজগঞ্জ ২০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ ও প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে আলোকসজ্জা করা হয়েছে। এ বছর ঐতিহ্যবাহী ১১১তম ওরশ উপলক্ষে ওরশ মেলাও বসছে।
আগামী রবিবার সকাল ৯টায় দরবার শরীফের সাজ্জাদানশীন হুজুর খাজা গোলাম মেহেদীর আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে।
উল্লেখ্য, খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর নেজবতভুক্ত ভারত ও বাংলাদেশের ১২ শতাধিক দরবার ও খানকা শরীফে ইসলামের শান্তির বাণী প্রচার করা হচ্ছে।
১৭৭ বার পড়া হয়েছে