হবিগঞ্জে বিজিবি'র অভিযানে মাদকসহ ভারতীয় পণ্য জব্দ
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি অভিযানে অভিনব কায়দায় পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ করেছে।
জব্দকৃত এসব চোরাই পণ্য ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা থেকে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ধানের তুষভর্তি বস্তার নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৭টার দিকে চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকার খাসপাড়া রাবার বাগানে অভিযান চালিয়ে ঝোপঝাড়ের মধ্যে গোপন করে রাখা ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা ভারতীয় কসমেটিকস ও গাঁজা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
১১৪ বার পড়া হয়েছে