শিক্ষার্থীদের দাবি আদায়ে সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৯:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর সরকারি সাত কলেজকে একত্রিত করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশ দ্রুত অনুমোদনের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করেছেন।
অবরোধের ফলে মিরপুর রোডসহ আশপাশের এলাকা জটের কবলে পড়ে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি হয়।
শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টার পর থেকে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের মিছিল নিয়ে সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘ প্রতীক্ষার পর সাত কলেজকে নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা আসলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে দীর্ঘ সময় লাগছে। তাই তারা রাষ্ট্রপতির মাধ্যমে অবিলম্বে অধ্যাদেশ জারি না করা পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
শিক্ষার্থীরা দাবি করেছেন, আজ উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা উচিত।
এর আগে, বুধবারও ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন। সেদিন তারা সায়েন্সল্যাব মোড়, টেকনিক্যাল মোড়, তাঁতীবাজার মোড় এবং মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেন।
অপরদিকে, শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত খসড়া মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত মন্ত্রিপরিষদ ও আইন মন্ত্রণালয়ের অনুমোদন ও ভেটিং শেষে এটি উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
১৪২ বার পড়া হয়েছে