ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২৬৭ বছর ধরে চলে হুমগুটি খেলা
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৬:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২৬৭ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী হুমগুটি খেলা। জমিদার আমলের সেই প্রজাদের শক্তি পরীক্ষার খেলা আজও একই রূপে পালন করা হয়। খেলায় যারা গুটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে, তারাই বিজয়ী হন।
পৌষ মাসের শেষ দিন, যা স্থানীয় ভাষায় পুহুরা নামে পরিচিত, এই খেলা অনুষ্ঠিত হয়। ফুলবাড়িয়ার লক্ষিপুর গ্রামের বড়ই আটা বন্দে খেলায় অংশ নেন অন্তত ১৫টি গ্রামের মানুষ। প্রতিটি এলাকার দল তাদের শত শত খেলোয়াড় নিয়ে গুটি দখলের লড়াইয়ে অংশগ্রহণ করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
খেলাকে কেন্দ্র করে লক্ষিপুর, দেওখোলা ও আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ থাকে। এই সময় গ্রামে বসে মেলা, খাবার ও খেলনার দোকান, শিশুদের জন্য চড়কি সহ নানা বিনোদনের ব্যবস্থা থাকে।
প্রায় ২৬৭ বছর আগে, মুক্তাগাছার জমিদার রজা শশী কান্ত আচার্য চৌধুরী এবং ত্রিশালের বৈলরের জমিদার হেম চন্দ্র রায় এর জমি পরিমাপের বিরোধ মেটাতে প্রজাদের শক্তি পরীক্ষা হিসেবে এই খেলার আয়োজন করা হয়। এরপর থেকে এটি ঐতিহ্য ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। খেলার সব খরচ স্থানীয়দের অর্থে বহন করা হয়।
হুমগুটি খেলা দুই থেকে তিন দিন পর্যন্ত চলে। কিছু ক্ষেত্রে বিরতিহীনভাবে খেলা চলতে দেখা গেছে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত।
এই ঐতিহ্যবাহী খেলা শুধু প্রতিযোগিতা নয়, বরং ফুলবাড়িয়া ও আশপাশের গ্রামে এক উৎসবের আবহ সৃষ্টি করে, যা স্থানীয় মানুষদের জন্য বছরের একটি বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।
১১৭ বার পড়া হয়েছে