জাতীয়
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা শনিবার (১৪ জানুয়ারি) ভোরে পল্লবী থানাধীন কালশী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে।
রাজধানীর পল্লবীতে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা শনিবার (১৪ জানুয়ারি) ভোরে পল্লবী থানাধীন কালশী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে।
তাদের কাছ থেকে ১২ কেজি ১৯০ গ্রাম গাঁজা এবং ৫২ হাজার ৮২০ টাকা নগদ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মর্জিনা বেগম (৫০) ও ইয়াসমিন আক্তার শান্তা (৩২)। পল্লবী থানা পুলিশের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪:৪৫ টায় কালশী এলাকার বালুর মাঠ বস্তিতে অভিযান চালানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, তারা পেশাদার মাদক কারবারি এবং দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর পল্লবী এলাকায় বিক্রি করতেন।
এই ঘটনায় পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
১৩৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন